স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান হিসাবে ইউনিয়ন পরিষদ জনকল্যাণমূলক বহুবিধ কার্যাবলী সম্পাদন করেথাকে।যার প্রধান কার্যাবলীঃ
১।প্রশাসন সংক্রান্ত কার্যাবলী।
২।অর্থ ও সংস্থাপন সংক্রান্ত কার্যাবলী।
৩।করনিরুপন ও আদায়।
৪।আইনশৃঙ্খলা ও বিচার।
৫।পল্লী অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ, বাস্তবায়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত।
৬।জন্মমৃত্যুনিবন্ধন ও আদমন্শুমারী।
৭।কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মৎস্য ও পশুসম্পদ সংক্রান্ত র্কাযাবলী।
৮।বিভিন্ন ধরণের সেবা যেমন-নাগরিকসনদ, ওয়ারিশনসনদ, প্রত্যয়নপত্র ইত্যাদি সংক্রান্ত।
৯।বিভিন্ন উপকার ভোগীর তালিকা প্রস্তুত, বন্টন সংক্রান্ত।
১০।পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ, বৃক্ষরোপন, স্যানিটেশন সংক্রান্ত।
১১।খেলাধুলা ও বিনোদন সংক্রান্ত ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস